Wednesday, April 4, 2012

মাহফিলে শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করায় এক ইমামকে আটক


প্রতিদিন ২৪ ডেস্ক
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে  মন্তব্য করায় সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক ইমামকে আটক করেছে পুলিশ। 

নাংলা ঘোনাপাড়ায় নিজ বাড়ি থেকে শনিবার বিকালে রুহুল্লা বেলালিকে (৪৫) আটক করা হয়। বেলালি কোমরপুর গ্রামের একটি মসজিদে ইমামতি করেন। 

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোনাপাড়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে গত ৩০ মার্চ রাতে আয়োজিত এক মাহফিলে বক্তব্য দেন রুহুল্লা বেলালি। 

ওই সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করেন। 

এসআই বোরহান উদ্দিন আরো বলেন, এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান বাদী হয়ে থানায় একটি এজাহার দিয়েছেন। এতে রুহুল্লা বেলালি ও নাংলা গ্রামের মাওলানা আব্দুল হামিদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। 

অভিযোগ পাওয়ার পর বেলালিকে আটক করা হয়। অন্যদেরও আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান। 

No comments:

Post a Comment