চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন দপ্তরের ৭টি বাসের চাকা পাংচার করে অচল করে দিয়েছে শিবির কর্মীরা। সোমবার পরিবহন দপ্তরের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে বলে দপ্তর সূত্র জানায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়,‘ সোমবার ভোর চারটার দিকে
দপ্তরের গ্যারেজে পার্কিং অবস্থায় ৭ টি বাসের চাকা পাংচার করে দেওয়া হয়। এতে করে প্রতিটি গাড়িই অচল হয়ে পড়েছে।’এর আগে গত শনিবার রাতে সোয়া ৮টার দিকে তিনটি বাসের স্টার্টিং সুইচে শক্ত আটা জাতীয় পদার্থ ‘সুপার গ্লু’ লাগিয়ে দেয়।
তবে শিবিরের চবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশিকুল্লাহ জানান
, শিবির শান্তিপূর্ণভাবে ছাত্র ধর্মঘট করছে। এসবতারাকরেনি।এদিকে সোমবার সকালে প্রথম শাটল ট্রেনে হামলা চালিয়ে ৩পুলিশকে আহত করেছে শিবির। এ ঘটনায় কোন শাটল ট্রেন দুপুর আড়াইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলাচল করেনি।
ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় ৩৮দিন বন্ধ থাকার গত ১৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ওইদিন থেকেই ছাত্র শিবির ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে।
এ বিষয়ে ‘পরিস্থিতি শান্ত হলে বৈধ আবাসিক ছাত্রদের হলে তুলে দেওয়া হবে’ বলে প্রক্টর সিরাজ জানান।
No comments:
Post a Comment