Sunday, April 22, 2012

সাভারে পিকেটারদের হামলা কার চালক নিহত

Special Top
প্রতিদিন ২৪ ডেস্ক
সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় রোববার সকালে হরতাল সমর্থক পিকেটারদের হামলায় এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। তার নাম ‌আব্দুর রশিদ (৩৮), পিতা গোলাম মুস্তফা। বাড়ি রংপুরের পীরগাছার অভিরাম গ্রামে।

আব্দুর রশিদ সাভারের গেন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিকেটারদের ইটের আঘাতে আহত চালক তার গাড়ির (ঢাকা মেট্রো ১১-৮৭৯৩) নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়কের পাশে একটি  গাছের উপর গিয়ে আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে মারা যান আব্দুর রশিদ। 

পুলিশ জানায়, সকাল সোয়া ১০টার দিক স্থানীয় নাভানা ফার্নিচারে সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। সাদা রঙের ওই প্রাইভেট কারটি সাভার থেকে গাবতলী যাওয়ার পথে পিকেটাররা হামলা চালিয়ে প্রথমে গাড়িটি ভাংচুর করে। এসময়ে তারা ইট ছুড়ে মারলে ইটের আঘাতে চালকের মাথা ফেটে যায়। তিনি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছে গিয়ে আছড়ে পড়ে গাড়িটি।

ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘বিএনপি সমর্থক পিকেটারদের হামলায় প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকারীদের আটকে পুলিশ ত‍ৎপর রযেছে।

No comments:

Post a Comment