Sunday, April 22, 2012

পুরান ঢাকায় ২টি লেগুনায় ভাঙচুর


প্রতিদিন ২৪ ডেস্ক
Special Topপ্রধান বিরোধী দল বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পিকেটাররা রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে ২টি লেগুনায় ভাঙচুর চালিয়েছে। 
রোববার বেলা সোয়া ১১টায় ধোলাইখালের নাসিরউদ্দিন লেনে এ
ঘটনা ঘটে। 
জানা গেছে, হরতালের সমর্থনে পিকেটাররা সেখানে অবস্থান করছিল। এসময় লেগুনা দুটি নাসিরউদ্দিন লেনে আসলে তারা আটক করে ভাঙচুর চালায়। 
পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পিকেটাররা পালিয়ে যায়।  

No comments:

Post a Comment