প্রতিদিন ২৪ ডেস্ক
ভোলায় সকালের দিকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হলেও বেলা বাড়ার
সঙ্গে সঙ্গে উত্তপ্ত হচ্ছে রাজপথ। সকাল থেকে এ পর্যন্ত ৫টি অটোরিকশা ভাংচুরের খবর
পাওয়া গেছে। এ সময় পিকেটিংকালে পিশান খান (২৬) নামে এক পিকেটারকে আটক করেছে পুলিশ।
রোববার ভোলার ঘুইংগারহাট বাজারে এ ভাংচুরের ঘটনা ঘটে।
জেলার পরানগঞ্জ, ঘুইংগারহাট, চৌমহনী, বাংলাবাজার ও উকিল পাড়ায় কঠোর অবস্থানে রয়েছে পিকেটাররা। তারা রাস্তায় দাঁড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরে দু’একটি স্থানে রিকশা চলাচল করছে। বেশিবভাগ যাত্রীরাই পায়ে হেটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর ডিএডি মশিউর রহমান জানান, শহরের বিভিন্ন পয়েন্ট ও অলিগলিতে টহল অব্যাহত রয়েছে। র্যবকে দেখে পিকেটাররা পালিয়ে যাচ্ছে।
ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, পিকেটিংকালে পুলিশ পিশান খান (২৬) নামে এক পিকেটারকে আটক করেছে।
No comments:
Post a Comment