প্রতিদিন ২৪ ডেস্ক
নেতা-কর্মী শূন্য অবরুদ্ধ বিএনপি কার্যালয়ের সামনে
মিছিল করেছে ছাত্রলীগ। রবিবার সকাল ১০টা ৪৭ মিনিটের দিকে পল্টন থানা ছাত্রলীগের
নেতৃত্বে ২৫-৩০ জনের একটি মিছিল বিএনপি কার্যালয়ের সামনে মহড়া দেয়।
মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘অবৈধ হরতাল মানি না’ সহ হরতাল বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
উল্লেখ্য, সকাল থেকেই বিএনপি কার্যালয় পুলিশের দখলে। সকাল থেকেই দুই একজন কেন্দ্রীয় নেতা ছাড়া এখানে কোন বিএনপি নেতাকর্মীকে দেখা যায় নি।
এদিকে সকাল ১০ টার পর থেকে পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় হরতাল বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন দফায় দফায় মিছিল করছে।
বিভিন্ন এলাকা থেকে কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে।
No comments:
Post a Comment