Sunday, April 22, 2012

সিলেটে র‌্যাব-পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বিএনপির


প্রতিদিন ২৪ ডেস্ক
Special Topসিলেটে র‌্যাব-পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে হরতাল সমর্থনকারী বিএনপি কর্মীদের সঙ্গে। শহরের জিন্দাবাজারে চারটি পৃথক মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ।
সদর উপজেলার তোপের বাজারে তেমুখি পয়েন্টে র‌্যাবের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে হরতাল সমর্থনকারীদের। এসময় র‌্যাব ১৩ জন পিকেটারকে আটক করেছে ।


এ বিষয়ে র‌্যাব-৯-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, র‌্যাব ১৫টি গাড়ি যোগে টহল দিয়ে তেমুখি পয়েন্ট অতিক্রম করার সময় জনতার মধ্য থেকে র‌্যাবকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। সঙ্গে সঙ্গে র‌্যাব ধাওয়া করে ১৩ জনকে আটক করে। 
এদিকে সকালে ছাত্রদলের সাবেক নেতা জিয়াউল গনি আরেফিন জিল্লুর নেতৃত্বে একটি মোটরসাইকেল মহড়াতে পুলিশ তল্লাশি চালায়। জিন্দাবাজার এলাকায় এই মহড়া থেকে ধারালো ছোরাসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমুল্য ভূষণ বড়য়া জানান, মোটরসাইকেল মহড়া দেখলেই এখন থেকে পুলিশ অ্যাকশনে যাবে। মোটরসাইকেল মহড়া থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা করা হচ্ছে।
জিন্দাবাজারে মহানগর বিএনপির সভাপতি এমএ হকের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করা হলে টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপরই জমিয়তে ওলামা ইসলামের নেতাকর্মীরা একটি মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশ ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন তারা সাধারণ পথচারী। 

No comments:

Post a Comment