Wednesday, April 18, 2012

সন্দেহভাজন ১২জন যুদ্ধাপরাধীর বিষয়ে তদন্ত চলছেঃ কামরুল


KAMRUL-LIG-254x300.jpg (254×300)আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, চলতি বছরই গোলাম আযমসহ আটককৃত সকল যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন, ‘‘আটককৃত নয়জনের মধ্যে একজনের বিচার কাজ প্রায় শেষ
পর্যায়ে। বাকি আটজনের বিচার কাজও শুরু হয়েছে। ’’ আরো সন্দেহভাজন ১২জন যুদ্ধাপরাধীর বিষয়ে তদন্ত চলছে।

হাই কোর্ট-সুপ্রিম কোর্টের বিচারক স্বল্পতা দূর করা হয়েছে।

আইন প্রতিমন্ত্রী ঈশ্বরগঞ্জ চৌকি আদালতকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

বুধবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ  আদালত প্রাঙ্গনে ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতি আয়োজিত প্রবীন আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাভোকেট এম জুবেদ আলীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

No comments:

Post a Comment