বিএনপি’র
নিখোজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে অবিলম্বে সুস্থ শরীরে ফিরিয়ে দেয়া
না হলে সরকার পতনের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিকালে জোট সম্প্রসারণ অনুষ্ঠান শেষে তিনি বলেন, ঘটনাস্থলে লোকজন দেখেছে- সরকার
দলীয় লোক ও সরকারি বাহিনী ইলিয়াস আলীকে তুলে নিয়ে
গেছে। তার কিছু হলে পুরো দায়
সরকারকে নিতে হবে। সকল প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা সরকার পতনের
আন্দোলনের দিকে যাব। খালেদা জিয়া আইন-শৃঙ্খলাবাহিনীর উদ্দেশে বলেন, আপনারা মনে
করবেন না এ সরকারই শেষ সরকার। এ ধরনের প্রতিটি গুম, খুন ও অপহরণের আপনাদের
সংশ্লিষ্টতার তথ্য আমাদের আছে। ভবিষ্যতে প্রতিটি ঘটনার বিচার করা হবে। যদি
বাংলাদেশে এর বিচার সম্ভব হবে না মনে করে থাকেন তবে আমরা আন্তর্জাাতিক আদালতে যাব।
No comments:
Post a Comment