বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করছেন।
এদিকে বেলা ১১টায় সিলেট শহরের কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ থেকে মহানগর বিএনপির সভাপতি এম এ হক সিলেটে হরতালের ঘোষণা
দেন। সিলেটের হরতালের প্রতি সমর্থন জানিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক সুনামগঞ্জেও হরতালের ঘোষণা দেন।
নয়াপল্টনে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে দলের সহস্রাধিক নেতা-কর্মী নয়াপল্টন, ফকিরাপুল, বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করছেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ইলিয়াস আলীর সন্ধান না পাওয়া পর্যন্তরাজপথ ছাড়বো না। এ ঘটনার জন্য সরকারই দায়ী।
এদিকে নিখোঁজের ঘটনায় সিলেটে বিএনপি নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রশিদপুর এলাকায় সরকারদলীয় সাংসদদের বিলবোর্ড ভাঙচুর করেছেন। ওই সময় এক পুলিশ সদস্যের রাইফেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে ক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা গাছ ফেলে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর থেকে তাজপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। দুপুর ১২টা থেকে নেতা-কর্মীদের একটি পক্ষ ওই এলাকায় সরকারদলীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর কয়েকটি বিলবোর্ড ভাঙচুর করে। দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ থানার একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।
বেলা একটার দিকে বিএনপির কয়েকজন কর্মী এক পুলিশ সদস্যের রাইফেল ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
No comments:
Post a Comment