প্রতিদিন ২৪ ডেস্ক
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস
আলীর স্ত্রী তাহসিনা রুশদী বলেছেন, তিনি আগে কখনও
কোনো ধরনের শঙ্কার কথা বলেননি। ওয়ান-ইলেভেনসহ নানা সময়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি
হয়েও তিনি (ইলিয়াস আলী) আমার কাছে কখনও কোনো শঙ্কার কথা বলেননি।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটা কোনো দুর্বল লোকদের কাজ
নয়। কারণ ইলিয়াস আলীর মতো ব্যক্তি ও তার ড্রাইভারকে তুলে নিয়ে যাবে এটা সহজ
ব্যাপার না। এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে। তিনি বলেন, ‘আমার একটাই চাওয়া আমি উনাকে (ইলিয়াস আলী) জীবিত চাই। উনাকে জেলে রাখুক আমার আপত্তি নেই কিন্তু সরকার তার সন্ধান দিক।’
বুধবার সকালে ইলিয়াস আলীর বনানীর বাসায় সাংবাদিকদের কাছে তাহসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি তাকে (ইলিয়াস আলী) বহুবার বলেছি কখনও আক্রমণাত্মক কথা বলো না। কিন্তু সে শোনেনি। একজন রাজনীতিবিদ রাজনৈতিক যে কোনো ধরনের বক্তব্য রাখতে পারেন। কিন্তু এজন্য তাকে খুঁজে পাওয়া যাবে না। এটাতো কোনো সভ্য দেশে হতে পারে না’।
তাহসিনা বলেন, ইলিয়াস আলী মঙ্গলবার সিলেট থেকে ঢাকায় আসেন। রাত পৌনে দশটায় তিনি বাসা থেকে বেরিয়ে যান। ১২টার দিকে আমরা জানতে পারি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমরা তার ফোন নম্বর বন্ধ পেলে ড্রাইভার আনসারের মোবাইলে কল করি। তখন ওই ফোন রিসিভ করেন থানা পুলিশের এক সদস্য। তারা জানান, বনানী ২/১ নম্বর রোডের ৩ নম্বর সিলেট হাউজের একটু দূরে একটি স্কুলের সামনে ইলিয়াস আলীর ব্যক্তিগত গাড়িতে এ মোবাইলটি পাওয়া যায়।
ইলিয়াস আলীর স্ত্রী দাবি করে বলেন, তিনি বাসা থেকে বের হওয়ার সময় নয় বরং বাহির থেকে বাসায় আসার সময় এ ঘটনা ঘটতে পারে। কারণ গাড়ির সামনের অংশ বাসার দিকে ছিল।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী জানান, এ ব্যাপারে বুধবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৪০৩।
তিনি আরও বলেন, সরকার ও পুলিশ চাইলে তাকে খুঁজে পাওয়া যাবে না তা হতে পারে না।
No comments:
Post a Comment