প্রতিদিন ২৪ ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ
হওয়ার ঘটনায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব সরকারকে দায়ী করে বলেছেন, ইলিয়াস আলীকে খুঁজে বের না
করলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
বুধবার সকাল সাড়ে দশটায় বনানীতে ইলিয়াস আলী ‘সিলেট হাউজে’
আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মির্জা
ফখরুল এ কথা বলেন।বুধবার সকাল সাড়ে দশটায় বনানীতে ইলিয়াস আলী ‘সিলেট হাউজে’
তিনি বলেন, ‘আন্দোলনের মাধ্যমে ইলিয়াস আলীকে সশরীরে হাজির করতে সরকারকে বাধ্য করা হবে। সরকারের তরফ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছে।’
‘বিরোধী দলের রাজনীতি ও নেতাদের নির্মূল করতে ইলিয়াস আলীকে গুম করেছে সরকার।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশে গুমের রাজনীতি চলতে থাকলে গণতন্ত্র ও রাজনীতির মৃত্যু হবে। রাজনৈতিক দলগুলো কাজ করতে পারবে না। সরকার এখন বিরোধী দলকে নির্মূল করতে চাই।’
No comments:
Post a Comment