Sunday, April 22, 2012

হরতালে ব্যাংক কার্যক্রম স্বাভাবিক হলেও লেনদেন কম


প্রতিদিন ২৪ ডেস্ক
Special Topহরতালে সরকারি, বেসরকারি ব্যাংকসহ অন্যান্য অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও রয়েছে স্বাভাবিক। তবে অন্যান্য দিনে তুলনায় ব্যাংকগুলোতে লেনদেনের হার কম লক্ষ্য করা গেছে। 

হরতাল থাকায় মানুষ খুব একটা লেনদেন করতে আসছেন না। কেবল যাদের জরুরি প্রয়োজন তারাই ব্যাংক ও সংশ্লিষ্ট অফিসে আসছেন।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএসএম আসাদুজ্জামান জানানহরতাল থাকলেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম না। গর্ভনর, ডেপুটি গর্ভনরসহ প্রায় শতভাগ কর্মকর্তা কর্মচারী অফিস করছেন। সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে সরেজমিনে মতিঝিলস্থ সোনালী ব্যাংক অফিসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক দেখা যায়। তবে লেনদেন কাউন্টারে অন্যান্য দিনের মতো লাইন নেই।
সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সজীব কুমার শর্মা জানান, হরতাল থাকায় খুব প্রয়োজন ছাড়া কেউ লেনদেন করতে আসছে না। কারণ মানুষ হরতালে বাইরে বের হওয়া ঝুঁকি মনে করে। 
এদিকে মতিঝিল শাপলা চত্বর, যেখানে সব সময় যানবাহনের জটলা দেখা যায়, আজকে সেখানে যানবাহন অনেক কম। তবে বিগত দিনের হরতালে তুলনায় যানবাহন বেশি দেখা গেছে।

No comments:

Post a Comment