Sunday, April 22, 2012

হাজিরা দিতে এসে ১৮ নেতাকর্মী আটক


প্রতিদিন ২৪ ডেস্ক
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার জজ কোর্টের চেম্বার থেকে ১৮ নেতাকর্মীকে আটক করেছে কতোয়ালী থানা পুলিশ।

রোববার ১১টায় বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ নিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া অ্যাডভোকেট সানাউল্লাহর ২৫ নং কোর্ট হাউজ স্ট্রিটের দোতালার চেম্বারে গিয়ে তাদের আটক করেন। 
ছাত্রদল নেতা সন্দেহে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাবের এক কর্মকর্তা। 
তবে সানাউল্লাহ মিয়ার চেম্বারের একজন আইনজীবী জানান, আটককৃতরা সবাই পল্টন থানার একটি বিচারাধীন মামলার আসামি। তারা কোর্টে হাজিরা দিতে এসেছিলেন। 

No comments:

Post a Comment