Sunday, April 22, 2012

আদালতে হরতাল পালন


প্রতিদিন ২৪ ডেস্ক
Special Topবিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আদালত প্রাঙ্গণে মিছিল করেছেন জাতীয়তাবদী আইনজীবী ফোরামের আইনজীবীরা। 
রোববার পৌনে ১০টায় জাতীয়তাবদী আইনজীবী ফোরামের দুটি গ্রুপ আলাদাভাবে হরতালের সমর্থনে মিছিল বের করে। 
মিছিলটি জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্ট হয়ে জংশন রোডে নামতে চাইলে পুলিশ ক্লাবের সমানে তাদের বাধা দেয়। 

এসময় তারা সেখানেই স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণে ফিরে গিয়ে মিছিল শেষ করে। 
এদিকে রোববার ঢাকা জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদলতে বিচারাধীন কোনো মামলার আসামিকে এখনও ঢাকা কেন্দ্রীয় কিংবা কাশিমপুর কারগার থেকে আনা হয়নি। ফলে ওইসব মামলার কোনো সাক্ষ্যগ্রহণ করা যায়নি। 
তবে আদলাতের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। 
সদরঘাট থেকে গুলিস্তান, মিরপুর, ফার্মগেট ও উত্তরাগামী স্বল্প সংখ্যক বাস চলাচল করছে। তবে সড়কগুলোতে রিকশার আধিক্য লক্ষ্য করা যায়।  
অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় ও আদালতের প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ, দাঙ্গা পুলিশ, আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে র‌্যাবের কয়েকটি গাড়ি রাস্তায় টহল দিচ্ছে। 
পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

No comments:

Post a Comment