প্রতিদিন ২৪ ডেস্ক
যুদ্ধাপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম ও বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধ মামলায় আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত
কাদের চৌধুরী। একই সঙ্গে তিনি এ বিষয়ে বিএনপির নেতাদের বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্য-বিবৃতিতেও ক্ষোভ প্রকাশ করেন।সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশ চতুর্মুখী আগ্রাসনে অতিষ্ঠ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
ফারহাত কাদের বলেন, সাকা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য। তিনি কারাগারে আটক। অথচ বিএনপির নেতারা বলে বেড়াচ্ছেন, ‘বিচার চাই, তবে সত্য বিচার হোক।’ তিনি প্রশ্ন করেন, বিচার সত্য
হয়েছে কি না, কে দেখবে? কখন দেখা হবে, এ ব্যাপারে আটক সকলের ফাঁসি হয়ে যাবার পর?’ফারহাত কাদের চৌধুরী আরো বলেন, ‘আটককৃতদের ফাঁসি দেওয়ার চক্রান্ত চলছে। অথচ এখনো এর বিরুদ্ধে বিএনপির নেতারা কোনো কথা বলছেন না। ফাঁসি হয়ে যাওয়ার পর কথা বলে কি লাভ হবে?’
সংগঠনের নির্বাহী পরিচালক সাদেক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল হাই, ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
No comments:
Post a Comment