প্রতিদিন ২৪ ডেস্ক
আগামী ৭ এপ্রিল বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের লেখা ও সম্পাদিত বইয়ের মোড়ক উন্মোচন করবেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রকাশনা উৎসব হবে। অনুষ্ঠানের আয়োজক জি-৯’ নামে এক গবেষণা প্রতিষ্ঠান।
গত ২৭ মার্চ রাজধানীর ‘রূপসী বাংলা হোটেল’-এর উইন্টার গার্ডেনে এ প্রকাশনা উৎসব আয়োজনের কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের মাত্র ১৮ ঘণ্টা আগে হোটেল কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজন করতে দিতে অপারগতা প্রকাশ করে। সরকারি একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়েই হোটেল কর্তৃপক্ষ অনুষ্ঠানটি আয়োজন করতে দিতে অপারগতা প্রকাশ করে।
অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ার এ বিষয়টিকে এক ধরনের বিজয় হিসেবেই দেখছেন আয়োজকরা।
তাদের মতে, ‘হোটেল রূপসী বাংলায়’ অনুষ্ঠান হলে সেখানে কেবল আমন্ত্রিত অতিথি ও বিট সংশ্লিষ্ট রিপোর্টাররাই উপস্থিত থাকতেন। আমজনতার নজরে সেটি খুব একটা পড়ত না। এখন হোটেল ছেড়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজন করায় আমন্ত্রিত অতিথি ও বিট সংশ্লিষ্ট রিপোর্টার ছাড়াও পুরো বিষয়টিই জনতার নজরে আসবে।’
তা ছাড়া ২৭ মার্চ হোটেল রূপসী বাংলায় আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচনের কথা ছিল। বাধার কারণে ১০ দিন বিলম্ব হওয়ায় এখন ৭ টি বইয়ের মোড়ক উন্মোচন হবে।
এ ব্যাপারে সাংবাদিক শফিক রেহমান বাংলানিউজকে বলেন, ‘সংগ্রামী খালেদা জিয়া’, ‘ডেমোক্রেটিক লিডার খালেদা জিয়া’, ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’, ‘স্টেটসম্যান জিয়াউর রহমান’ ও ‘পলোগ্রাউণ্ড লুণ্ঠন’-এই পাঁচটি বইয়ের মোড়ক-ই গত ২৭ মার্চ হোটেল রূপসী বাংলায় উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু সরকার বাধা দেওয়ায় এখন ৭ টি বইয়ের মোড়ক উন্মোচন হবে।’
তিনি বলেন, ‘বাধার কারণে ১০ দিন সময় বেশি পাওয়ায় ‘নেড়ী কুকুরের কাণ্ড’ ও ‘নেড়ী কুকুরের কীর্তি’ নামে দু’টি বই প্রস্তুত করে ফেলেছি।’
No comments:
Post a Comment