Wednesday, April 4, 2012

এরশাদ সরকারের প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল



প্রতিদিন ২৪ ডেস্ক
সাবেক এরশাদ সরকারের প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 

তার সম্পর্কে তদন্ত করতে তিন সদস্যের একটি তদন্ত দল সোমবার হবিগঞ্জে পৌঁছেছে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার সূত্র
এ সম্পর্কে সৈয়দ মোহাম্মদ কায়সারের আত্মীয়া কেয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি বলেন, ‘কায়সার সম্পর্কে আমার বাবার মামাতো ভাই। মুক্তিযুদ্ধ চলাকালে হবিগঞ্জ এলাকায় বিভিন্ন প্রকার মানবতাবিরোধী অপরাধ তিনি সংঘটিত করেছেন বলে আমি আমার বাবা-মায়ের কাছে শুনেছি এবং বিভিন্ন বইপত্রেও পড়েছি` কেয়া চৌধুরী বলেন, ‘আদর্শগত দিক দিয়ে আমাদের পরিবারের সঙ্গে তাদের বিভেদ ছিলো এবং এখনো আছে 
তদন্ত সংস্থাসূত্র আরো জানান, ‘পুরো হবিগঞ্জ সৈয়দ মোহাম্মদ কায়সারের কারণে মুক্তিযুদ্ধকালে ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জের রাজাকারদের তালিকায় তার নামও রয়েছে। তার নেতৃত্বে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগলুটপাটধর্ষণ প্রভৃতি অপরাধ সংঘটিত হয়েছে 
সূত্র জানায়মুক্তিযুদ্ধের সময়ে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকা এবং মুক্তিযুদ্ধের ওপর বইপুস্তক থেকে পাওয়া তথ্যে প্রাথমিকভাবে এসব অভিযোগের প্রমাণ মিলেছে। আরো তদন্তের জন্য তদন্ত সংস্থা হবিগঞ্জে গেছে 

No comments:

Post a Comment