প্রতিদিন ২৪ ডেস্ক
বিএনপির সকাল সন্ধ্যা হরতালে নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ এবং এর
সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা লক্ষ্য করা গেল দলীয় কার্যালয়ের সামনে। তবে
সবচেয়ে বেশি বর্তমান ও সাবেক নেতাদের উপস্থিতি চোখে পড়লো ছাত্রলীগ কার্যালয়ে।
২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দোতলায় পাশাপাশি বসে থাকতে
দেখা গেল ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী
নাজমুল আলম,
সাবেক ছাত্রলীগ সভাপতি এবং
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ
সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, ছাত্রলীগের সাবেক
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান
শেখর, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি
জহিরউদ্দীন মাহামুদ লিপটন, সাবেক সাধারণ
সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটনসহ সাবেক ও বর্তমান নেতাদের।
ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রাশিদুজ্জামান রাশেদ
বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর
ক্যান্টিন থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা মিছিল করেন। মিছিল
শেষে শাহবাগ থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক
বক্তব্য রাখেন।”
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
No comments:
Post a Comment