প্রতিদিন ২৪ ডেস্ক
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান
মুফতী ফজলুল হক আমিনী বলেছেন, ‘‘আল্লাহ হাসিনাকে সুরঞ্জিত চেয়েও কঠিনভাবে ধরবেন। হাসিনা ও আওয়ামী
লীগ সরকারকে আল্লাহতা’আলা ধরে ফেলেছেন।
কারণ, তারা ক্ষমতায় আসার পর থেকে
আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে।’’
শুক্রবার বাদ জুমা লালবাগের কেন্দ্রীয় কার্যালয়ে
ইসলামী ছাত্রমোর্চা ঢাকা মহানগরীর বিভিন্ন থানার নেতাদের সঙ্গে দেখার করার সময়
তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মোর্চার
কেন্দ্রীয় আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব ইমরান
হোসাইন, আবু হানিফ সা’দী, আব্দুল্লাহ, মতিউর রহমান, ফয়সাল, জাকারিয়া প্রমুখ।
তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি, সুরঞ্জিতকে
যেভাবে ধরেছেন তার চেয়েও কঠিনভাবে আল্লাহ হাসিনাকে ধরবেন।’’
আমিনী বলেন, ‘‘বাংলাদেশের মাটি থেকে ইসলামকে মুছে ফেলার জন্য এ হাসিনা সরকারের
এসেছে। অতীতে ইসলামের বিরোধীতা করে ফেরাউন, নমরুদ আল্লাহর রোষ থেকে টিকতে পারেনি, বর্তমান জালেম হাসিনা সরকারও
টিকতে পারবে না। তাদের পাকড়াও আল্লাহ তায়ালা সুরঞ্জিত বাবুকে দিয়েই শুরু
করেছেন। এই সুরঞ্জিত বিগত কিছুদিন আগে মহানবী সাল্লালাহু আলাইহি ওয়া সালামকে
ব্যঙ্গ করে বক্তব্য দিয়েছেন। তারই আশকারায় সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেয়া
হয়েছে। তার জন্য এর চেয়েও জঘন্য পরিণাম অপেক্ষা করছে।’’
মুফতী আমিনী আরো বলেন, ‘‘হাসিনা সরকার ধোকাবাজি, চাপাবাজি ও জোর করে গণতন্ত্রের বুকে লাথি মেরে তিন
বছর ধরে অন্যায়ভাবে ক্ষমতার মসনদে বসে আছে। বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা
হলে তারা এক মুহূর্ত শেখ হাসিনাকে বিদায় করতে হবে। দেশের জনগণ অনেক আগেই তাদের ‘না’ বলে দিয়েছে।’’
No comments:
Post a Comment