Sunday, April 15, 2012

আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান খুন


প্রতিদিন ২৪ ডেস্ক
নরসিংদীতে গত রাতে জেলা আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রাজশাহীতে বাবার হাতে খুন হয়েছে ছেলে। এ ছাড়া কুমিল্লার চান্দিনায় গুলিবিদ্ধ এক যুবক, আশুলিয়ায় এক গার্মেন্টকর্মী, ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশে খাদ থেকে এক নারী ও সিলেটের জিন্দাবাজারে এক টেইলার্স কর্মীর লাশ উদ্ধার হয়েছে। 

নরসিংদী সংবাদদাতা জানান, নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতা ও আলোকবালি ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাক সরকার (৬৫) গত রাতে আততায়ীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। জানা যায়, নরসিংদী বাজারের সুতাপট্টিতে গত রাত ৯টায় ঝড়ের কবলে পড়ে একটি দোকানে আশ্রয় নিতে যাওয়ার সময় আততায়ী তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঝড়ের সময় বিদ্যুৎ না থাকায় আততায়ী তাকে ছুরিকাঘাত করে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শত শত মানুষ হাসতাপাতালে ভিড় জমায়। 
আবদুর রাজ্জাক সরকার জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তিনি ৩৫ বছর ধরে আলোকবালি ইউপির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদী এবং তার নিজ এলাকা চরাঞ্চলীয় আলোকবালিতে শোকের ছাড়া নেমে আসে। 
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন ছয়ঘড়িয়া এলাকায় জসিম নামে এক যুববকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।
গত শুক্রবার রাতে তাকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখার পর শনিবার সকালে তার লাশ পাওয়া যায়। নিহত জসিম (৩০) কুমিল্লার দেবিদ্বারের দাড়িয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ জানান, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। 
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, আশুলিয়ায় জিরাবো এলাকা থেকে সাউদার্ন পোশাক কারখানার সুইং অপারেটর মর্জিনা আক্তার (২৬) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মর্জিনা তার নিজ কে চৈত্রসংক্রান্তির রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান। তবে প্রতিবেশীদের ধারণা, ঘটনাটি রহস্যজনক। মর্জিনা রংপুর জেলার কনপুর এলাকার বাসিন্দা। তার স্বামী সাত্তার রাজবাড়ীর দৌলতদিয়া এলাকার বাসিন্দা। 
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুরে রাস্তার পাশে খাদ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
সকালে এলাকাবাসী রাস্তার পাশে নাছিমা আক্তারের (৩২) লাশ দেখে পুলিশে খবর দেন। শেরপুরের রুবেল মিয়ার স্ত্রী নাছিমার লাশ উদ্ধার করে পুলিশ। 
নাছিমার স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছেন। 
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর চারঘাটে গত শনিবার বাবার হাতে ছেলে খুন হয়েছে। নিহতের নাম শাহীনুর রহমান (২২)। ঘটনার পর থেকে বাবা শামসুল হক (৪৫) পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
সিলেট ব্যুরো জানায়, সিলেটের জিন্দাবাজারে এক টেইলার্স কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো: বাদশাহ নিঝুম (২৫)। তিনি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বহরতল গ্রামের মৃত রতন শিকদারের ছেলে।
শনিবার কোতোয়ালি থানা পুলিশ জিন্দবাজারের এশিয়া মার্কেটের চতুর্থ তলায় টেইলার্সের কারখানার দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার তিনি জিন্দাবাজারে কাকলী মার্কেটের শাম্মী টেইলার্সে কাজ নেন। ওসি আতাউর জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

No comments:

Post a Comment