ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির
প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। রোববার দুপুর একটার দিকে মনোনয়নপত্র গ্রহণ
করেছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ফিরোজ রশিদের দেয়া জবাবে অসন্তোষ প্রকাশ করেছেন
ডিসিসি দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুর
রহমান।
শুক্রবার
ফিরোজ রশিদকে দেয়া নির্বাচন কমিশনের চিঠির জবাবে শনিবার তিনি বলেছেন, “আমি মেয়র
পদে নির্বাচনের জন্য এখনো যেখানে মনোনয়নপত্রই সংগ্রহ করিনি এবং কোনো নির্বাচনী
সভার আয়োজন করিনি, সেখানে নির্বাচনের আচরণবিধি লংঘনের কোনো প্রশ্নই আসে না।”
এ
বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুর রহমান বলেন, “একজন সম্ভাব্য মেয়র
প্রার্থীর আচরণ লঙ্ঘনে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। কাজী ফিরোজ রশিদের
মনোনয়নপত্র সংগ্রহের পর নির্বাচন কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।”
কাজী
ফিরোজ রশিদ বার্তা২৪ ডটনেটকে জানান, রোববার দুপুর একটার দিকে ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন তিনি।
ফিরোজ
রশিদ বলেন, “আচরণবিধি লঙ্ঘনের বিষয়ের ইসি’র অভিযোগ আইনগতভাবেই আমি অসত্য প্রমাণ
করবো।”
গত
বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাধিক জনসভায় কাজী ফিরোজ
রশিদকে সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং আগামীতে তাকে নির্বাচিত করার
মাধ্যমে জাতীয় পার্টির জয়যাত্রার সূচনা করার আহবান জানান।
ওই
অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুক্রবার দুপুরে বিশেষ
বাহকের মাধ্যমে কাজী ফিরোজ রশিদকে নোটিশ দেয় নির্বাচন কমিশন।
No comments:
Post a Comment