Sunday, April 15, 2012

বিএনপির সমর্থনের ব্যাপারে আশাবাদী ডক্টর তুহিন মালিক


zaki642_1329600372_2-tuhin__malik_n.jpg (177×210)ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থনের ব্যাপারে আশাবাদী ডক্টর তুহিন মালিক।

রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ শেষে
সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তুহিন মালিক ‘সম্মিলিত নাগরিক কমিটি’র মনোনয়ন নেন।

মনোনয়নপত্র সংগ্রহ করতে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কমকর্তার কার্যালয়ে আসেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তুহিন মালিক সাংবাদিকদের বলেন, “আমি বিএনপির সমর্থনের ব্যাপারে আশাবাদী। বিএনপির সিনিয়র নেতাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যেই এটি স্পষ্ট হবে।”

তিনি বলেন, “আমি মনে করি জনসেবা করতে মুক্তিযুদ্ধ বা জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনার দরকার নেই। আন্তরিকতাই যথেষ্ট।”

তিনি বলেন, “আমি পরিবর্তন চাই। মানুষও এটা চায়। নির্বাচনে আমি সবার দোয়া চাই।”

No comments:

Post a Comment