Saturday, April 21, 2012

নবাবগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৮


দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ ঘটনার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিএনপি আজ সকালে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম মেছের, ছাত্রদল নেতা রিপন ও কুসুমহাটি ইউনিয়নের
যুবদলের সেক্রেটারি মিজানুর রহমানসহ আটজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ সকাল ১০টা থেকে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। এ সময় উপজেলা সদর চৌরাস্তা, ওয়ান ব্যাংক মোড় ও লটাখোলা নতুন বাজার এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের লাঠিপেটায় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গ্রেপ্তার আতঙ্কে জড়ো হওয়া কর্মীরা গ্রামের ভেতরে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে। দোহার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন । তিনি বলেন, নাশকতামূলক কর্মকান্ডের আশঙ্কায় বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করা হয়েছে। 

No comments:

Post a Comment