Saturday, April 21, 2012

ইলিয়াস আলীর বাসায় কাদের সিদ্দিকী


রহস্যজনক নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর বাসায় গেলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে ডাকা বিএনপি’র হরতালের প্রতিও সমর্থন জানান। আজ
সকাল এগারোটার দিকে  ইলিয়াস আলীর বনানীর বাসায় যান কাদের সিদ্দিকী। এ সময় বঙ্গবীরের স্ত্রীও তার সঙ্গে ছিলেন। কাদের সিদ্দিকী আধা ঘণ্টা ইলিয়াস আলীর বাসায় অবস্থান করেন। তিনি ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদের সান্ত্বনা দেন। কাদের সিদ্দিকী বলেন, ‘ আমি হরতালের পক্ষে না। তবে এবারের হরতাল শুধু আমি একা নই, দেশের ১৬ কোটি মানুষ সমর্থন করবে।’ তিনি বলেন, ‘ইলিয়াস আলী কোনো সাধারণ মানুষ নন। তিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ। ছাত্র জীবন থেকেই ইলিয়াস আলী রাজনীতির সঙ্গে জড়িত। এরকম একজন মানুষ এভাবে হারিয়ে যাবে, রাষ্ট্র তার কোনো খোঁজ দিতে পারবে না, এটা হতে পারে না।’ তিনি অবিলম্বে ইলিয়াস আলীকে খুঁজে বের করে আনার জন্য সরকারের কাছে দাবি জানান। 

No comments:

Post a Comment