Wednesday, April 4, 2012

মেহেরপুরের গাংনি উপজেলায় গোয়ালগ্রামে আওয়ামিলিগ-বিএনপি ভয়াবহ সংঘর্ষে নিহত ২



প্রতিদিন ২৪ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুরা ইউনিয়নের চরগোয়াল গ্রামে সোমবার আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে হাবিব ও আতাহার নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। গাংনী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন
স্থানীয় ব্যক্তিরা জানানসোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খাসজমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে হাবিব ঘটনাস্থলেই নিহত হন। আর আতাহার নামের আরেকজনতে গুরুতর অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান। নিহত দুজনই আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় সূত্র জানিয়েছে
 গ্রামবাসীর দাবিআওয়ামী লীগের কর্মীরা বিএনপির সমর্থকদের শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করেছেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মটমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো এ ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন

No comments:

Post a Comment