প্রতিদিন ২৪ ডেস্ক
সমর্থন দিলেও রাজশাহীতে রোববার দেশব্যাপী বিএনপির সকাল-সন্ধ্যা
হরতালে মাঠে নেই জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, রোববার সকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর পুলিশ সাহেব বাজার ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে ৫ জনকে আটক করেছে।
এদিকে, রোববার সকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর পুলিশ সাহেব বাজার ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে ৫ জনকে আটক করেছে।
আটকরা হচ্ছেন- মহানগরীর ১২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়াল হায়দার আবু, ২১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী, মহানগর যুবদল নেতা মাসুদ পারভেজ, জাহিদুল ইসলাম জাহিদ ও শফিক।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ৫ জন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাদের দলীয় কার্যালয় ঘিরে রেখেছে।
তিনি অভিযোগ করে বলেন, কেউ বাইরে থেকে আসলে বা কার্যালয় থেকে কেউ বের হলেই তাকে আটক করা হচ্ছে। দেশে এখন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, সকাল-সন্ধ্যা হরতালে শুরুতেই রোববার সকাল ৭টায় রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের লাঠিচার্জে বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুসহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।
No comments:
Post a Comment