Sunday, April 22, 2012

পঞ্চগড়েও স্বতর্স্ফূত হরতাল পালিত হচ্ছে


প্রতিদিন ২৪ ডেস্ক
Special Topবিএনপির ডাকা দেশব্যাপী হরতাল কর্মসূচিতে পঞ্চগড়েও স্বতর্স্ফূত হরতাল পালিত হচ্ছে। 
সাইকেল, রিকশা-ভ্যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না। জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোচগুলোও পঞ্চগড় ছেড়ে যায়নি। 

জেলার সকল মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। 
এদিকে শহরের বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। হরতালের সমর্থনে বিএনপিসহ ১৮ দল শহরে মিছিল করেছে।
 
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। 

No comments:

Post a Comment