প্রতিদিন ২৪ ডেস্ক
সাবেক সাংসদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস
আলীকে অবৈধভাবে আটক করে না রাখার বিষয়টি নিশ্চিত করতে কেন তাকে আদালতে হাজির করা
হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের
মহাপরিদর্শকসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান
আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান
সকালে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী স্বামীকে আদালতে হাজির করার বিষয়ে হাইকোর্টে রিট করেন।
মঙ্গলবার মধ্যরাতে কে বা কারা রাজধানীর বনানীর রাস্তা থেকে এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসারকে ধরে নিয়ে যায়। রাত একটার দিকে বনানীর ২ নম্বর সড়ক থেকে তাঁর গাড়িটি উদ্ধার করে পুলিশ।
রিট আবেদনকারীর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘‘ইলিয়াস আলীকে বেআইনিভাবে আটক রাখা হয়নি—এটা নিশ্চিত করতে আদালতের সন্তুষ্টির জন্য কেন তাকে আদালতে হাজির করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।’’
রিট আবেদনে দাবি করা হয়, ১৮ এপ্রিল রাত দেড়টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিয়াস আলীকে আটক করে। আটকের ৩০ ঘণ্টা পার হওয়ার পরও তাকে আদালতে হাজির করা হয়নি। তিনি কোথায় আছেন, সরকার সেটাও প্রকাশ করছে না।
No comments:
Post a Comment