Wednesday, April 18, 2012

এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে


প্রতিদিন ২৪ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় সিলেট বিভাগে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
মহানগর বিএনপির সভাপতি এমএ হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আলী আহমদের নেতৃত্বে
পিকেটাররা কোর্ট পয়েন্ট থেকে জিন্দা বাজারের সিটি মার্কেটের সামনে অবস্থান করছে।
হরতালকারীদের কার্যক্রম মনিটরিং করতে সিলেট কালেকটরেট জামে মসজিদ ও মধুবন সুপার মার্কেটের সামনের ট্রাফিক সিগন্যালে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা সিসি ক্যামেরা লাগিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে র‌্যাব ও পুলিশ অবস্থান নেয়।
অন্যদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, চৌধুরী বাজার, বেবিস্ট্যান্ড, কোর্টস্টেশন মোড়ে বিএনপি ও এর অঙ্গ সংঠনের বেশ কিছু নেতাকর্মী পিকেটিং করছে।
এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, বাহুবলের মিরপুর এবং নবীগঞ্জের আউশকান্দী গোল চত্বরেও নেতাকর্মীরা পিকেটিং করছে। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেটের সুনামগঞ্জেও শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। শহরের কাজীর পয়েন্ট, ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড, কালীবাড়ি পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানে পিকেটাররা অবস্থান নিয়েছে। এ ছাড়া মৌলভীবাজারও শান্তিপূর্ণ হরতাল চলছে

No comments:

Post a Comment