Tuesday, April 17, 2012

বিএনপি নেতা ইলিয়াস আলীকে পাওয়া যাচ্ছে না!


প্রতিদিন ২৪ ডেস্ক
Special Topবিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার রাত ১২টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।


বিরোধীদলীয় নেতার প্রেস সহকারী সামসুদ্দিন দীদার ও শাইরুল কবির খান রাতে জানান, ইলিয়াস আলী রাত দশটার দিকে তার গাড়ির চালকসহ বাসা থেকে বের হন। রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সঙ্গে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে যোগাযোগ হলেও পৌনে ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

এর কিছুক্ষণ পর তার গাড়ি চালকের মোবাইলে কল দিলে সেটিও কেউ রিসিভ করছে না। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করতে থাকেন।

এদিকে ইলিয়াস আলীর গাড়িটি বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে বনানী থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। গাড়ির ভেতরে ইলিয়াস আলীর গাড়ি চালকের মোবাইল ফোনটি পায় পুলিশ। তবে তাদের দুজনকে পায়নি।

খবর পেয়ে বিএনপির নেতারা ভোর রাত থেকেই ইলিয়াস আলীর বাসায় ছুটে যান। তারা সবাই উদ্বেগ প্রকাশ করেন।

সকাল ১০ টায় সংবাদ সম্মেলন
ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় দলীয় অবস্থান জানাতে সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

জানা গেছে, সংবাদ সম্মেলন থেকে সরকারকে আল্টিমেটাম দেয়া হতে পারে। কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীকে দ্রুত খুঁজে বের করার জন্য সরকার ও পুলিশ প্রশাসনকে এই আল্টিমেটাম দেয়া হবে।

No comments:

Post a Comment